একদিনের গল্প - শাদমান

একদিনের গল্প - শাদমান

হয়তো একদিন, আমার অপেক্ষায় বসে থাকবে তুমি। কলের পর কল করে যাবে, ওপাশ থেকে আমি বলবো "আসছি, এইতো দশ মিনিট, হ্যাঁ, এসেই গেছি প্রায়, এই তো, এ-ই, এই একটু"। ধমক দিবে না তুমি, "আচ্ছা" বলে ফোন কেটে দিবে। এমন ঘ... Show more
1
0
0

Stories We Think You'll Love